বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাহঠাৎ অশান্ত হয়ে উঠেছে যশোর, ৪৫ দিনে ৫ খুন

হঠাৎ অশান্ত হয়ে উঠেছে যশোর, ৪৫ দিনে ৫ খুন

জহিরুল ইসলাম: যশোর জেলা হঠাৎ অশান্ত হয়ে উঠেছে, গত ৪৫ দিনের ব্যবধানে জেলায় ৫ টি হত্যার ঘটনা ঘটেছে ৷ ছিনতাই চুরির ঘটনা ঘটেছে অসংখ্য ৷ আর ২০২১ সালে জেলায় খুন হয়েছেন ৬৩ জন ৷ যার সর্বশেষ শিকার যুবলীগ কর্মী ইয়াসিন আরাফাত ৷ গত বুধবার প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন ৷

বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরে জানুয়ারি মাসে খুন হয়েছেন ৪ জন ৷ আর চলতি মাসে খুন হয়েছে একটি ৷ এর মধ্যৈ গত জানুয়ারি মাসে ৮ তারিখ যশোর – ছুটিপুর রোডে হালসা ব্রিজের কাছ থেকে তৃতীয় লিঙ্গের লাভলীর (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ ৷ তিনি ধর্মতলায় ভাড়া থাকতেন ৷ এ ঘটনায় ৫ জনের নামে মামলা করা হয় ৷ পুলিশ সবাইকে গ্রেফতার করেছে ৷ এরা হলো নাজমা, সেলিনা, পারভেজ, শাকিল ও মেহেদী ৷

১০ জানুয়ারি অভয়নগরে নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে (৩৮) গুলি করে হত্যা করা হয় ৷ তিনি উপজেলার হরিদাসপুর গ্রামের বাসিন্দা ছিলেন ৷ ১৮ জানুয়ারি শার্শা উপজেলার ধলদা গ্রামের খালপাড় থেকে ইজিবাইক চালক শিক্ষার্থী শাকিব (১৬) নির্মমভাবে হত্যা করে তার বাইকটি নিয়ে যায় ছিনতাইকারীরা ৷ তিনি ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর গ্রামের শাকিল হোসেনে ছেলে ৷

গত ২০ জানুয়ারি কপোপাক্ষ নদের তীর থেকে ইয়াকুব আলী (৫০) লাশ উদ্ধার করে পুলিশ, তিনি উপজেলার ব্যাংদা গ্রামের তাকবির হোসেনের ছেলে ৷

সর্বশেষ ১৬ ফেব্রুয়ারি যুবলীগ কর্মী ইয়াসিন ওরফে হুজুর ইয়াসিন খুন হন ৷ পুলিশ ও এলাকাবাসী জানাই পুর্ব শত্রুতার জেরে স্বর্ণকার রানা ও তর ভাই রুবেল সহ একদল সন্ত্রাসী শহরের বেজপাড়ার ব্রাদ্রার্স ক্লাবে ঢুকে কুপিয়ে হত্যা করে ৷ ইতি মধ্যে ৫ জন আটক হয়েছে ৷ শান্ত ও হাফিজুর নামে দুই ঘাতক ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন ৷ এছাড়া অসংখ্য ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে ৷ যশোরের নাগরিক কমিটির সভাপতি সুকুমার দাস বলেন পুলিশকে আরও বেশি আন্তরিকতার সাথে কাজ করতে হবে যেনো সাধারন মানুষ শান্তিতে থাকতে পারে ৷

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান সবগুলা খুনের ঘটনায় আসামীদের খুব দ্রুত গ্রেফতার করা হয়েছে ৷ অপরাধীরা যেনো অপরাধ করার সুযোগ না পাই সেজন্য পুলিশ সজাগ রয়েছে ৷ গোয়েন্দা নজরদাড়ি আরও বাড়ানো হয়েছে ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments