সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ‘আট আনায় জীবনের আলো’ স্লোগানকে সামনে রেখে ৭ (সাত) দিনব্যাপী দ্বাদশ গ্রন্থমেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে সোমবার ২১ ফেব্রুয়ারী বেলা এগারোটায় এ মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) দেওয়ান মওদুদ আহমেদ ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, মডেল থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ ৷এবারের গ্রন্থমেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, লাইব্রেরি ও ব্যক্তি উদ্যোগে ৪০ টি বইয়ের স্টল খোলা হয়েছে ৷ উপজেলা পরিষদ চত্বরে বই মেলার মঞ্চে বিকেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সঙ্গীতানুষ্ঠান হচ্ছে ৷

আরও পড়ুন  নোয়াখালীতে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু
Previous articleউল্লাপাড়ায় ‘একাত্তরের সেই আমি’ বইয়ের মোড়ক উন্মোচন
Next articleচাকরির প্রলোভনে নারীকে ধর্ষণ করে ভারতে পালাতে চেয়েছিলেন যুবলীগ নেতা: পিবিআই
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।