সাহারুল হক সাচ্চু: সাচ্চু সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা’র লেখা ‘একাত্তরের সেই আমি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে ৷ উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রন্থমেলার মঞ্চে গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম বইটির মোড়ক উন্মোচন করেন৷

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) দেওয়ান মওদুদ আহমেদ , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা , মডেল থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর প্রমুখ ৷ উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা তার স্মৃতিতে জমে থাকা মহান মুক্তিযুদ্ধের ঘটনাবলী নিয়ে একাত্তরের সেই আমি বইটি লিখেছেন৷ ঢাকার সুব্রত বসাক বইটির প্রচ্ছদ একেছেন৷ বইমেলার স্টলগুলোয় একাত্তরের সেই আমি বইটি পাওয়া যাচ্ছে ৷

আরও পড়ুন  ডোমারে সুপারি বাগান থেকে লাশ উদ্ধার
Previous articleশিক্ষাপ্রতিষ্ঠান আর বন্ধ রাখতে চাই না: শিক্ষামন্ত্রী
Next articleউল্লাপাড়ায় ৭ দিনব্যাপী দ্বাদশ গ্রন্থমেলার উদ্বোধন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।