শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাবেশি দামের ট্যাগ লাগিয়ে জুতা বিক্রি, বাটাকে জরিমানা

বেশি দামের ট্যাগ লাগিয়ে জুতা বিক্রি, বাটাকে জরিমানা

বাংলাদেশ প্রতিবেদক: ট্যাগ পাল্টে বেশি দামে জুতা বিক্রির অভিযোগে রাজশাহী বাটা আউটলেটকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় শুনানি শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ জরিমানা আরোপ করেন।

জানা গেছে, বাটা জুতার দাম দেয়া ছিল এক হাজার ২৯৯ টাকা। ট্যাগে লাগানো স্টিকারে সেই মূল্য প্রদর্শন করে বাটা। কিন্তু স্টিকার তুলতেই বেরিয়ে আসে আগের স্টিকার। এতে দাম লেখা ছিল ৯৯৯ টাকা। ক্রেতাদের বোকা বানিয়ে ৩০০ টাকা বাড়তি নিচ্ছিল বাটা। আরেক জোড়া জুতার ৭৯৯ টাকার স্টিকারের ওপরে ৯৯৯ টাকার স্টিকার বসিয়ে বাড়তি ২০০ টাকা আদায় করছিল প্রতিষ্ঠানটি।

হাসান-আল-মারুফ জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে গত ২২ এপ্রিল নগরীর নিউমার্কেট এলাকার বাটার ওই বিক্রয় কেন্দ্রে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়। এ সময় দুটি মডেলের স্যান্ডেলে মূল্য কারসাজির প্রমাণ পাওয়া যায়। পরে ওই স্যান্ডেল জব্দ করে বাড়তি মূল্য নেয়ার কারণ ব্যাখ্যা করতে রোববার বিভাগীয় কার্যালয়ে ডাকা হয়েছিল সংশ্লিষ্টদের।

শুনানিতে বাটার প্রতিনিধি উপস্থিত হলেও এ ঘটনার সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে। জনস্বার্থে নগরীতে এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments