শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুরে ভূমিহীন ও গৃহহীন ২৮ পরিবারকে ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর হস্তান্তর

তাহিরপুরে ভূমিহীন ও গৃহহীন ২৮ পরিবারকে ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর হস্তান্তর

আহম্মদ কবির,: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ২৮,টি পরিবার কে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আশ্রয় প্রকল্প-২এর আওতায় ৩য় পর্যায়ে আরো ২৮টি বাড়ির দলিল হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে গণভবন থেকে সারা বাংলাদেশে ৩২৯০৪ জন ভুমিহীন গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে বাড়ির দলিল হস্তান্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখে হাসিনা, ভাচ্যুয়ালি যোগ দিয়ে তিনি সারা দেশের ন্যায় তাহিরপুর উপজেলায় ২৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে বাড়ির দলিল হস্তান্তর করা হয়।

উপজেলায় ভূমিহীন গৃহহীন পরিবারকে দলিল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব জাহাঙ্গীর হোসেন,উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার জননন্দিত উপজেলা চেয়ারম্যান বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল, ছিলেন তাহিরপুর উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবির, উপজেলা সহকারী কমিশনার ভূমী মোঃ আলাউদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা, আওয়ামী লীগের সম্মানিত সাবেক সভাপতি আব্দুস সোবহান আখন্জি, বর্তমান সভাপতি আবুল হোসেন,উপজেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, একলাছুর রহমান তারা, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জুনাব আলী, দঃশ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, দঃ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুস আলী, উঃ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ সহঃ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক রোকন উদ্দিন,উপজেলা ছাত্রলীগ সভাপতি আশরাফুজ্জামান ইমন সহ বিভিন্ন দপতরের কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকার ভোগী পরিবারের সদস্য সদস্যাগন।উপকার ভোগীরা ঘরের দলীল পত্র পেয়ে তারা আনন্দিত, তাদের চুখে মুখে হাসির ঝিলিক, কেউ কেউ বলছেন এতদিনে আমরা একটা মাথা গুজার টাই পেয়েছি, মরলেও শান্তি পাবো যে নিজের ঘরে থেকে মরেছি।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির বলেন, ৩য় পর্যায়ের ঘরগুলো প্রধানমন্ত্রীর পক্ষ হতে বিশেষ ঈদ উপহার হিসাবে বিবেচিত হচ্ছে। এ ঘরগুলি উপকারভোগীদের ঈদের আনন্দ কয়েকগুন বাড়িয়ে দিবে নিঃসন্দেহে।উনি আর বলেন আমরা আশা করি এ ঘর পেয়ে উপকারভোগীরা আর্থ সামাজিকভাবে লাভবান হবে,তাদের মর্যাদা বৃদ্ধি পাবে এবং তাদের উন্নত জীবনের পথে এগিয়ে যাওয়া সহজতর হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments