বাংলাদেশ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাইপাস (মদনপুর-জয়দেবপুর) সড়কের সংস্কার কাজ করার সময় গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে রাস্তায় চলাচলরত একটি কাভার্ডভ্যানে আগুন ধরে যায়।
বুধবার বিকেলে উপজেলার ওই সড়কের ললাটি এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বাইপাস (মদনপুর-জয়দেবপুর) সড়কে রাস্তার দু’পাশে সম্প্রসারণের কাজ চলছে। ললাটি এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার সামনে এক্সেভেটরের (ভেকু) দিয়ে রাস্তার পাশে কাজ করার সময় গ্যাস সঞ্চালন লাইনের পাইপ লিকেজ হয়ে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় ওই সড়ক দিয়ে চলাচল করা ও যানজটে আটকা পড়া একটি মালবাহী কভার্ডভ্যানে আগুন ধরে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোনারগাঁও ফায়ার স্টেশনের পরিদর্শক আসিফ আকন্দ দিপু জানান, সড়ক ও জনপথ বিভাগের অধীনে পাবলিক পার্টনারশীপ প্রকল্পের আওতায় গত কয়েক মাস মদনপুর-জয়দেবপুর হাইওয়ে বাইপাস সড়কে ছয় লেনে সম্প্রসারণের সংস্কার কাজ চলছে। বুধবার বিকেলে ভেকু দিয়ে মাটি খোঁড়ার সময় তিতাসের গ্যাস সংযোগে লিকেজ সৃষ্টি হয়। এ সময় প্রবল গতিতে গ্যাস বের হয়ে রাস্তায় থাকা একটি কাভার্ডভ্যানে আগুন ধরে যায়। এক পর্যায়ে গ্যাস পাইপ লাইনেও আগুন জ্বলতে থাকে। তবে আগুনে কেউ হতাহত বা দগ্ধ হয়নি।