বাংলাদেশ প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে বাঁশঝাড় থেকে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টায় শাজাহানপুর থানার গন্ডগ্রাম কালিবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাঁশঝাড়ে একটি হেলেপড়া বাঁশের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক যুবতীর লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে শাজাহানপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

শাজাহানপুর থানার এসআই গোলাম রসুল বলেন, ২৫ বছর বয়সী ওই যুবতীর পরনে সালোয়ার কামিজ ছিল। শুক্রবার রাতের যেকোনো সময় তারই ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা।

স্থানীয় লোকজন ওই যুবতীকে চিনতে পারছেন না। কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা জানার চেষ্টা চলছে।

Previous articleবিএনপি’র জাতীয় ঐক্যের ডাক জনগণের সাথে নতুন তামাশা: কাদের
Next articleঅন্তঃসত্ত্বা নারীকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের ঘটনায় মামলা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।