এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় করোনায় সচেতনতামূলক কার্যক্রম হিসেবে সাধারণ মানুষকে মাস্ক ও হাত ধোঁয়ার সাবান বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও ওয়াটার কিপার্স বাংলাদেশ এর উদ্যোগে শনিবার বেলা ১১ টায় পৌর শহরে এ কার্যক্রমের আয়োজন করে। এতে বিডি ক্লিন ও আমরা কলাপাড়াবাসী সংগঠনের সদস্যরা এ সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন।
এসময় কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, বাপা কলাপাড়া আঞ্চলিক শাখার সভাপতি শাহাদাৎ হোসেন বিশ্বাস, সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সাংবাদিক অমল মুখার্জী,মো. নাহিদুল হক,রাসেল মোল্লা, এইচ আর মুক্তা ও বিডি ক্লিন এর নজরুল ইসলামসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া পৌর একটি কিন্ডারগার্টেনের শিশুদের মধ্যে মাস্ক ও হাত ধোঁয়ার সাবান বিতরণ করা হয়।