আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউপি সদস্যে মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে কালিহাতী- সখিপুর আঞ্চলিক সড়কের মরিচা পাইকপাড়ায় এ মানববন্ধনের কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, আলতাফ হোসেন, সোনা মিয়া,তাহেরুন বেগম ও মল্লিকা বেগম। বক্তারা বলেন, লায়লা বেগম ইউপি সদস্য মোশারফ হোসেনের ভাগ্নি। তাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছে। লায়লা বেগম মোশারফের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয়ে মামলা করতে পারতো। কিন্তু তা না করে মিথ্যা অভিযোগে নারী নির্যাতনের মামলা করেন। মিথ্যা তথ্যের ভিত্তিতে হওয়া মামলাটি প্রত্যাহারের দাবি জানান স্থানীয়রা। মামলাটি প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এলাকাবাসী।