বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় এক মণ ধানের দামে একজন মজুর

উল্লাপাড়ায় এক মণ ধানের দামে একজন মজুর

সাহারুল হক সাচ্চু উল্লাপাড়া: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ( ইরি ) ধান কাটায় দিন মজুরদের চাহিদা এখন সবচেয়ে বেশী ৷ উপজেলার দশটি ইউনিয়ন এলাকায় পুরোদমে বোরো ধান কাটা চলছে ৷ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শত শত মজুর ধান কাটতে উল্লাপাড়ায় আসছেন ৷ একজন ধান কাটা মজুরের দিনের হাজিরা এক হাজার টাকা ৷ এর সাথে তিন বেলা খাবার দিতে হচ্ছে ৷

উল্লাপাড়া উপজেলার ১৪ ইউনিয়নের মধ্যে রামকৃষ্ণপুর , হাটিকুমরুল , সলঙ্গা , বড়হর ইউনিয়ন এলাকায় এরই মধ্যে বোরো ধান কাটা প্রায় শেষ হয়ে এসেছে ৷ এখন উধুনিয়া , বড় পাঙ্গাসী , মোহনপুর , দুর্গানগর , সলপ , পঞ্চক্রোশী , সদর উল্লাপাড়া , পূর্ণিমাগাঁতী , বাঙ্গালা , কয়ড়া ইউনিয়ন এলাকায় পুরোদমে বোরো ধান কাটা চলছে ৷ সব এলাকাতেই মাঠে ধান কাটায় মজুরদের চাহিদা এখন সবচেয়ে বেশী বলে খোজ নিয়ে জানা গেছে ৷ বিভিন্ন এলাকায় গ্রামীণ মজুরেরা আট থেকে দশজনের দল বেধে দিন হাজিরার বদলে বিঘা চুক্তিতে ধান কাটছেন ৷ বিঘা প্রতি এরা সাড়ে পাচ থেকে ছয় হাজার টাকা চুক্তিতে ধান কেটে দিচ্ছেন ৷

এদিকে বিগত বছরগুলোর মতো এবারেও গত দিন তিনেক হলো বিভিন্ন উপজেলা এলাকা থেকে দল বেধে ধান কাটা মজুরেরা উল্লাপাড়ায় আসছেন ৷ উপজেলার লাহিড়ী মোহনপুর রেলস্টেশন এলাকায় ও গয়হাট্রা বাজারে বিভিন্ন এলাকার মজুরেরা এসে দলবেধে থাকছেন ৷ এখান থেকে গৃহস্থেরা ধান কাটায় মজুরদের দাম মিটিয়ে বাড়ী নিয়ে যাওয়া হচ্ছে ৷ উপজেলার লাহিড়ী মোহনপুর রেলস্টেশন এলাকায় গতকাল বুধবার শেষ বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় দেড়শো মজুর আছেন ৷ বিভিন্ন গ্রামের বসতি সাত থেকে দশজনের দল বেধে এরা এসেছেন ৷

কাজীপুর থেকে আসা আটজনের দলনেতা রফিকুল ইসলাম ও রায়গঞ্জ এলাকা আসা একাধিক দলের নেতা আনসোব আলী , ছাইদার রহমান জানান তাদের এলাকায় ধান কাটা প্রায় শেষ হয়ে এসেছে ৷ এখন তাদের চাহিদা নেই বলে ধান কাটায় মজুরী বেচতে লাহিড়ী মোহনপুর এলাকায় গতকাল বুধবার দুপুরে এসেছেন ৷ গৃহস্থদের সাথে মজুরীর দর দাম মিটলে গৃহস্থ বাড়ীতে যাবেন ৷ আরো দেখা গেছে ধান কাটায় গৃহস্থেরা এদের মজুরীর দাম মিটিয়ে নিচ্ছেন ৷ লাহিড়ী মোহনপুর রেলস্টেশন এলাকায় বুধবার শেষ বিকেলে ধান কাটায় প্রতিজন মজুরের দিনের হাজিরা এক হাজার টাকা আর তিন বেলা খাবার দেবেন বলে মিটিয়ে নিতে দেখা গেছে ৷

মোহনপুর ইউনিয়নের সুজা গ্রামের ছাত্তার মিয়া , এ্যালংজানীর আছমত আলী প্রতিবেদককে বলেন একজন দিনমজুরের হাজিরা ও খাবার বাবদ মিলে প্রায় এগারোশো টাকা পড়ছে ৷ তাদের কথায় এক মণ শুকনো নতুন ধানের এখনকার দাম এগারোশো বিশ থেকে সাড়ে এগারোশো টাকা ৷ তাদের হিসাবে এক মণ ধানের টাকায় একজন মজুরের দাম হচ্ছে বলে জানান ৷ উপ সহকারী কৃষি কর্মকর্তা গোলাম মোহাম্মদ বলেন সব মাঠেই বোরো ধানের ভালো হারে ফলন পাচ্ছেন কৃষকেরা ৷ আর সপ্তা দেড়েকের মধ্যেই গোটা উপজেলায় বোরো ধান কাটা শেষ হয়ে যাবে বলে ধারণা করছেন ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments