স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীর তন্ময় ডেইরি ফার্মের খামারি আমিরুল ইসলাম ‘ডেইরি আইকন’ পুরস্কার পেয়েছেন। রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে চারটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে গত ১ জুন ডেইরি আইকন-২০২১ পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি।

ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের বুরামপুর গ্রামের তন্ময় ডেইরি ফার্মের দুগ্ধ খামারি আমিরুল ইসলামের হাতে পুরষ্কার হিসেবে ক্রেস্ট, সনদ ও এক লাখ টাকার চেক তুলে দেয়া হয়।

আমিরুল জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়েজনে এই প্রথম সরকার প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের মাঝ থেকে নির্ধারিত মানদন্ডের ভিত্তিতে বিশিষ্ট উদ্যোক্তাদের ডেইরি আইকন-২০২১ হিসেবে পুরস্কৃত করা হয়েছে। চারটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে উদ্যোক্তাদের এ পুরস্কার পেয়েছেন।

প্রসঙ্গত: আমিরুল ইসলাম এরআগে ২০১৩ সালে বঙ্গবন্ধু জাতীয় পদক পেয়েছেন।

Previous articleবৃষ্টির পানিতে ধরা পড়ছে দেশীয় নানা প্রজাতির মাছ
Next articleবসুরহাট পৌরসভায় ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।