মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় বজ্রপাত নিয়ন্ত্রক যন্ত্র বসানো হলো প্রত্যন্ত দু'অঞ্চলে

উল্লাপাড়ায় বজ্রপাত নিয়ন্ত্রক যন্ত্র বসানো হলো প্রত্যন্ত দু’অঞ্চলে

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পল্লীর দু এলাকায় ২টি বজ্রপাত নিয়ন্ত্রক যন্ত্র বসানো হয়েছে৷ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে উধুনিয়া সড়কে ও কাসেম বিলের সড়কের ধারে গত দু’দিন আগে এ যন্ত্র বসানো হয়েছে৷ উপজেলার প্রত্যন্ত পল্লীর বড় পাঙ্গাসী ইউনিয়নের কাসেম বিলের সাবমার্জিবল সড়ক পথে শুকনো মৌসুমে বহু জনগণ চলাচল করে থাকেন৷ এছাড়া কাসেম বিলে বিভিন্ন এলাকার বহু সংখ্যক জনগণ বেড়াতে আসেন৷ এদিকে উধুনিয়া সড়ক পথ হয়ে প্রতিদিন নানা বাহনে বহু সংখ্যক জনগণ চলাচল করেন৷

এছাড়া বর্ষা মৌসুমে উধুনিয়া সড়কে ও কাসেম বিলের সড়কে বিভিন্ন এলাকা থেকে আনন্দ ভ্রমণে আসা বহু সংখ্যক জনগণের মেলা জমে থাকে৷ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে পল্লীর দু’এলাকায় বজ্রপাতের কবলে পড়ে প্রাণহানি রোধে দুটি বজ্রপাত নিয়ন্ত্রক যন্ত্র বসানো হয়েছে ।

জানা গেছে বসানো যন্ত্র তার চারদিকের তিনশো ( ৩০০ ) ফুটের মধ্যে বজ্রপাতে বাধা দেবে৷ বজ্রপাতের সময় এর মধ্যে যারা থাকবে তাদের জীবন রক্ষা পাবে৷ কোনো ক্ষতি হবে না৷ উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেছেন, বজ্রপাতে প্রাণহানির ঘটনা রোধে সরকারী উদ্যোগে উপজেলার দুটি পয়েন্টে বজ্রপাত নিয়ন্ত্রক যন্ত্র বসানো হয়েছে৷ উপজেলার বিভিন্ন এলাকায় এ যন্ত্র আরো বসানো হবে৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments