শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় ১১টি প্রাতিষ্ঠানিক উন্মুক্ত জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত করণ

চান্দিনায় ১১টি প্রাতিষ্ঠানিক উন্মুক্ত জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত করণ

ওসমান গনি: কুমিল্লার চান্দিনা উপজেলায় ২০২২- ২০২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের অর্থায়নে উন্মুক্ত জলাশয় প্রাতিষ্ঠানিক পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মৎস্য অফিসার শরীফ উদ্দীন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) উম্মে হাবিবা মজুমদার, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া,ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান, মৎস্য খামার ব্যাবস্হাপক শতাব্দী রায়, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেবেস চন্দ্র দাস, চান্দিনা থানার এস আই মো. রাকিব হাসান, গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক দর্জি, পৌরসভা কাউন্সিল মো আবু কাউছার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. মনির হোসেন, সহ চান্দিনা উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তা – কর্মচারীবৃন্দ।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফারুক ময়েদুজ্জামান অনুষ্ঠানটি সার্বিক সমন্বয় ও তত্বাবধান করেন। তিনি জানান, এ বছর রাজস্ব বাজেটের আওতায় চান্দিনা উপজেলায় মোট ১১টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পুকুর ও ১টি প্লাবন ভূমিতে মোট ৩৪৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments