বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলানাভারণ হাইওয়ে থানার আয়োজনে 'কমিউনিটি পুলিশিং ডে' পালিত

নাভারণ হাইওয়ে থানার আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত

শহিদুল ইসলাম: কমিনিউটি পুলিশিংয়ের মুলমন্ত্র,শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে শার্শার নাভারণ হাইওয়ে পুলিশের আয়োজনে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২”জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর )সকাল ১১ টার সময় নাভারণ হাইওয়ে থানা চত্বরে এ কমিনিউটি পুলিশিং ডে পালিত হয়।

নাভারণ হাইওয়ে থানার এস আই আমিরুজ্জামানের সঞ্চালনায় ও নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং
সভায় প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসাবে বক্তব‍্য রাখেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার আলী আহম্মেদ হাসমী (হাইওয়ে মাদারীপুর রিজিয়ন)

প্রধান অতিথি আলী আহম্মেদ হাসমী বলেন, কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আধুনিক পুলিশিং ব্যবস্থার একটি অপরিহার্য দর্শনে পরিণত হয়েছে। কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে জনগণের কথা পুলিশ জানতে পারবে। কমিউনিটি পুলিশিং হচ্ছে পুলিশের সহায়ক ভূমিকা পালন করা। যতদিন রাষ্ট্র আছে, ততদিন কমিউনিটি পুলিশিং থাকবে। মানুষের মাঝে যেন অপরাধ প্রবণতা না জন্মায় কমিউনিটি পুলিশিং সে বিষয়ে সর্তকীকরণ করে। কমিউনিটি পুলিশিং হচ্ছে অন্যতম সমাজ সহায়ক। কমিউনিটি পুলিশিং এর মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। অর্থাৎ কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে সমাজের সকল শ্রেণির মানুষের মতামত ব্যক্ত করাই হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে-এর কাজ।

বিশেষ অতিথি ছিলেন, শার্শা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস।

এসময় অন্যন্যোর মধ্যে উপস্হিত ছিলেন, আকিজ কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ইনামুল কাদির শামিম, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক,বিশিষ্ট ব‍্যবসায়ী ও সমাজ সেবক আব্দুস সালাম সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments