বিমল কুন্ডু: ‘কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র ‘ এ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ২৯ অক্টোবর শনিবার শাহজাদপুর থানার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন সকাল ১০ টায় থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালি শেষে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন ও উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু।

থানা কমিউনিটি পুলিশিং এর সমন্বয়ক আলহাজ মোঃ আব্দুস ছালাম ব্যাপারি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, থানা কমিউনিটি পুলিশং এর সদস্য মোঃ শামসুল আলম, কে এম নাসির উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানার কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশের প্রধান পুলিশ পরিদর্শক ( অপারেশন) আব্দুল মজিদ।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার, পৌরসভার কাউন্সিলগন, থানার সকল অফিসার ও কমিউনিটিং পুলিশিং এর সদস্যবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Previous articleএমপির সামনেই হাতাহাতি, ভূঞাপুর উপজেলা আ.লীগের বর্ধিত সভা পণ্ড
Next articleনাভারণ হাইওয়ে থানার আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।