শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে বালুর স্তুপে চাপা পড়ে শ্রমিক নিহত

ভূঞাপুরে বালুর স্তুপে চাপা পড়ে শ্রমিক নিহত

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে বালুর ঘাটে কাজ করার সময় বালুর স্তুপে নীচে চাপা পড়ে রাশেদুল ইসলাম (২৫) এক এসকেভেটর হেলপারের মৃত্যু হয়েছে। এসময় আহত হয় আরে দুইজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রাশেদুল উপজেলার পলশিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া এলাকার হাশেম প্রামানিকের বালুর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ বলেন, অনেক উঁচু বালুর স্তুপে তিন চারজন পাইপ খুলতে গিয়েছিল। পরে বালুর স্তুপ ধ্বসে চাপা পড়লে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। এতে আরে দুইজন আহত হয়।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, বালুর স্তুপের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এতে আরো দুইজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments