মারুফা মির্জা: সৌদি আরবে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগীতায় তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ সালেহ আহম্মদ তাকরিমকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শৈলজানা নিজ গ্রামে েসংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে এ অনুষ্ঠানে ওয়াটা কেমিক্যালের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার নিউ মার্কেট বায়তুল জামে মসজিদের খতিব হাসান জামিল, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন, থানার ওসি হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা হাফেজ তাকরিমকে ক্রেষ্ট ও ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।