মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীতে ৫৬০ পিচ ইয়াবা- সহ মোঃ ইমন আলী (১৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

সোমবার (২৩ জানুয়ারী) সকাল সোয়া ৭টায় মহানগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্র জামিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারি মোঃ ইমন আলী রাজশাহীর পুঠিয়া থানার শিবপুর হাট এলাকার মোঃ কাওছার আলীর ছেলে।

সোমবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলেও জানায় র‌্যাব।

Previous articleউল্লাপাড়ায় মানত পূরণে তেতুঁল গাছে গামছা !
Next articleজনগণের উত্তাল তরঙ্গে আওয়ামী লীগ সরকার ভেসে যাবে: মির্জা ফখরুল
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।