মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের সিক্স লেন সড়ক নির্মানে বালু ভরাটের কারনে কৃষি জমিতে লবন পানি প্রবেশের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরের দিকে উপজেলা পরিষদের সম্মুখ্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজন মোল্লা, টিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি খালেক হাওলাদার ও ৬নং ইউপি সদস্য সলেমান।

বক্তারা বলেন, পায়রা বন্দরে সিক্স লেনের এই কাজটি করছে ঠিকাদারী প্রতিষ্ঠান স্প্রেক্টা ইঞ্জিনিয়ার লিমিটেড। তারা নদী থেকে ওই জমিতে বালু ভরাট করছে। কিন্তু বালুর অবশিষ্ট লবন পানি পার্শ্ববর্তী কৃষি জমিতে ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই তারা এ মৌসুমে কাজটি বন্ধ রাখার দাবি জানান। স্প্রেক্টার ম্যানেজার মোঃ মামুন জানান, আমাদের বালুর কোন লবন পানি কৃষকের জমিতে যায়নি, আমাদের কাজের কারনে কৃষকদের কোন ক্ষতি হয়নি।

আরও পড়ুন  পেকুয়ায় ছেলের সাথে অভিমান করে মায়ের আত্মহত্যা
Previous article২১শে ফেব্রুয়ারী ও বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে জমজমাট গদখালীর ফুল বাজার
Next articleআর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তুতিমুলক সভা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।