শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসাতক্ষীরায় অবৈধ ডাম্পার ও ইটভাটা বন্ধের দাবি

সাতক্ষীরায় অবৈধ ডাম্পার ও ইটভাটা বন্ধের দাবি

মাহমুদুল হাসান: সাতক্ষীরায় ফিটনেসবিহীন অবৈধ ডাম্পার ও লোকালয়ে স্থাপিত লাইসেন্সবিহীন ইটভাটা বন্ধের দাবিতে শ্যামনগর সাংবাদিক ঐক্যের আহবানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল ১১টায় শ্যামনগর মাইক্রো স্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর।

বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর
রহমান সুমন, সাবেক সাধারণ সম্পাদক এস কে সিরাজ, শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের সহ-সভাপতি ফরিদ উদ্দিন, সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক সাহেব রেজা, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েছ, জাতীয় শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এর সভাপতি জি এম রহমত আলী, শরুপ ইয়ুথ টিম এর পরিচালক এস এম জান্নাতুল নাঈম প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে ফিটনেস বিহীন ঘাতক ডাম্পার গাড়ির চলাচল বন্ধসহ লাইসেন্স বিহীন পরিবেশ বিনষ্টকারী ইটভাটা বন্ধের দাবি জানান। বক্তারা আরও বলেন, ৩ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে যমুনা খাল খননে সিদ্দিকুর রহমান বকুলের তেলের পাম্প বাঁচাতে যারা অসহায় মানুষের দিকে চাপিয়ে খাল খনন করছে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বক্তারা বলেন, প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করলে শ্যামনগরের ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও শ্যামনগর থানা অফিসার ইনচার্জ এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয় মানববন্ধনে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, শ্যামনগর রিপোর্টার্স ক্লাব, উপজেলা অনলাইন নিউজ ক্লাব, উপকূলীয় প্রেসক্লাব, সুন্দরবন প্রেসক্লাব, কৈখালী রমজাননগর রিপোর্টার্স ক্লাবসহ নূরনগর এর সাংবাদিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments