বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাএনায়েতপুরে ডাক্তার পদবী বহালের দাবিতে হোমিও চিকিৎসকদের মানববন্ধন

এনায়েতপুরে ডাক্তার পদবী বহালের দাবিতে হোমিও চিকিৎসকদের মানববন্ধন

মারুফা মির্জা: সিরাজগঞ্জের এনায়েতপুরে ডাক্তার পদবী বহালের দাবিতে হোমিও চিকিৎসকরা মানববন্ধন কর্মসুচি পালন করেছে। বৃহস্পতিবার সকালে হোমিও পেশাজীবি সমিতির উদ্যোগে থানার বেতিলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কার্তিক চন্দ্র রায়ের সভাপতিত্বে হোমিও পেশাজীবি সমিতির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সৈয়দ তৌহিদুল ইসলাম, চিত্ত রঞ্জন কর্মকার, প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, অতীতে ঝাড় ফুঁর কবিরাজি চিকিৎসার পরিবর্তে রোগাক্রান্ত মানুষকে সুস্থ করতে প্রথম ভূমিকা রাখেন হোমিও প্যাথিক চিকিৎসা। ব্রিটিশ আমল থেকেই আমরা ডাক্তার পদবি ব্যবহার করে নামমাত্র মূল্যে মানুষকে চিকিৎসা দিয়ে আসছি। অথচ একটি মহল আমাদের ডাক্তার পদবী ব্যবহার না করতে আদালতে রিট আবেদন করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, প্রাচীনকাল থেকে বিজ্ঞান সম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানে মূল ভূমিকা কারি হোমিওপ্যাথি চিকিৎসকদের সম্মান অক্ষুন্ন রাখতে আমাদের স্বপক্ষে পদক্ষেপ নিন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments