বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলা১০ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার এক ইলিশ

১০ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার এক ইলিশ

বাংলাদেশ প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীর দুই কেজি ৫৮০ গ্রাম ওজনের এক ইলিশ বিক্রি হয়েছে ১০ হাজার টাকায়।

শনিবার সকাল ১০টার দিকে ফরিদপুর দেবীপুর চরের জেলে জাহাঙ্গীর হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো: শাহজাহান শেখ কিনে নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে জাহাঙ্গীর হালদার তার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে বের হলে তার জালে অন্যান্য মাছের সাথে ইলিশ মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়ার মাছ ব্যবসায়ীরা জানান, এখন প্রায়ই পদ্মায় আগের মত বড় বড় ঢাউস সাইজের ইলিশ মাছ ধরা পরছে। নদীতে অবৈধ কারেন্ট ও বেড় জাল না থাকলে প্রতিদিনই বড় বড় ইলিশ মাছ জেলেদের জালে ধরা পরতো। পরে মাছটি দৌলতদিয়ার ফেরিঘাট এলাকায় নিয়ে এলে ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি তিন হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১০ হাজার টাকায় কিনে নেন। এর পর মুঠোফোনে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর নিকট তিন হাজার ৮৫০ টাকা কেজি দরে মোট ১০হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, অনেকদিন পরে বড় এই ইলিশ মাছটি জেলেদের কাছ থেকে কিনেছি। বড় এই মাছটি পেয়ে আমার খুবই ভালো লাগছে। মাছটি বিক্রি করে আমার কিছু টাকা লাভও হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments