শনিবার, অক্টোবর ৫, ২০২৪
Homeসারাবাংলারংপুর জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ

রংপুর জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ

জয়নাল আবেদীন: দেশ ব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ করেছে রংপুর জেলা আওয়ামী লীগ।বুধবার দুপুরে নগরীর বেতপট্টিস্থ রংপুর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জেলার বিভিন্ন স্থান থেকে আগত নেতা-কর্মীদের নিয়ে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

কান্তি সমাবেশে বক্তব্য দেন রংপুর বিভােেগর দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম শাছাদাত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কান্তি সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, আগামী নির্বাচনে জনগণকে বিভ্রান্ত করতে বিএনপি অশুভ আন্দোলনে নেমেছে। তারা দেশ ও জনগণের ক্ষতিসাধন করে আন্দোলন করতে চায়। দেশের এই অগ্রগতিকে যারা আন্দোলনের নাম করে থেমে দিতে চায় তাদেরকে প্রতিহত করতে নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান তার।আগামী ৫ আগষ্ট আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে দলের বিভাগীয় সমাবেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে রংপুর জেলা আওয়ামীলীগ এখন অনেক উজ্জীবিত।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশকে সফল করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন দলের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী । শান্তি সমাবেশের আলোচনা শেষে জেলা আওয়ামী লীগের ব্যানারে শহরে উন্নয়ন শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় ।এতে জেলা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগ এবং জেলার প্রত্যেকটি উপজেলা থেকে আসা আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments