শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩
Homeসারাবাংলাশাহজাদপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

শাহজাদপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

বিমল কুন্ডু: কৃষিই সমৃদ্ধি এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলা – ২০২৩ উদ্বোধন করা হয়েছে। ১৮ জুলাই মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসনের মাননীয় এমপি ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অধিদফতর এ মেলার আয়োজন করেছে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে। র‌্যালি শেষে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি ও মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জেরিন আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অফিসার নাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, আওয়ামীলীগ নেতা শামছুল আলম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় কন্দাল ফসল, কৃষি পন্য, ফসল যান্ত্রিকীকরন ও বিভিন্ন নার্সারির ২০ টি ষ্টল স্থাপন করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments