রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলারাজশাহীতে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ২

মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর বাঘা হতে ৯৭০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার (২৭ জুলাই) বাঘা থানাধীন আলাইপুর (মন্ডলপাড়া) নামক এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারীরা হলো- রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (মন্ডলপাড়া) গ্রামের মৃত মোবারক মন্ডলের ছেলে মোঃ এখলাস মন্ডল (৪০) ও একই গ্রামের -মোঃ এখলাস মন্ডলের মেয়ে মোছাঃ জুলি খাতুন(২৩)।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর (মন্ডলপাড়া) গ্রামের মোঃ এখলাস মন্ডল এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট মজুদ রেখে বিক্রয় হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মোঃ এখলাস মন্ডল এর বসতবাড়ীতে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ৩ জন ব্যক্তি ঘরের দরজা খুলে পালানোর চেষ্টাকালে সংগীয় র‌্যাব সদস্যের সহায়তায় ১জন ব্যক্তিকে ও নারী র‌্যাব সদস্যের সহায়তায় ১জন মহিলাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদব কারবারীদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments