শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩
Homeসারাবাংলাহিলিতে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

হিলিতে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

তাছির উদ্দিন বাপ্পি: দিনাজপুরের হিলিতে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ জাহিদ হাসান (২০) ও ০মোঃ শামীম আহম্মেদ (২৮) নামে দুই জন ব্যবসায়ীকে আটক করছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের সিপি সড়কের পশ্চিমে আহাদ এন্টারপ্রাইজ বাস কাউন্টার এর সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা উপজেলার নন্দিপুর এলাকার মৃত দেলোয়ার হোসেন ও মোঃ ওহেদুল ইসলাম এর ছেলে ।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুই মাদক ব্যবসায়ী সীমান্ত থেকে মাদকদ্রব্য নিয়ে হিলি সিপি সড়কের পশ্চিমে আহাদ এন্টারপ্রাইজ বাস কাউন্টার এর সামনে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে ওই এলাকায় সন্ধেজনক দুই জনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাসী করে ৩০০ (তিনশত) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটস উদ্ধার করা হয়।

মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় ওই দুই জনকে আটক করা হয়। থানায় আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments