বাংলাদেশ প্রতিবেদক: বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় আদালত থেকে আগাম জামিন নিয়ে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন সালাউদ্দিন আহমেদের ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
তিনি জানান, গত শনিবার ঢাকায় যাত্রাবাড়ি এলাকায় অবস্থান কর্মসূচি নিয়ে পুলিশের বিভিন্ন মামলায় আগাম জামিন নিয়ে বাসায় ফিরছিলেন তার বাবা। এখন তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না।