বিমল কুন্ডু ,শাহজাদপুর ( সিরাজগঞ্জ) : দীর্ঘ একবছর পর সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার রূপপুর নতুনপাড়া মহল্লার বহুল আলোচিত কলেজ ছাত্র মনির হোসেন মনি (২০) হত্যার রহস্য উদঘাটন করেছে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) । গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় পিবিআই গত ১৩ আগষ্ট ওই হত্যার ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করে। এরা হলেন, উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আব্দুল কাদের (১৯) ও মৃত আব্দুর রহমানের ছেলে মাহবুব হাসান রিমন (২৫)। ইতিমধ্যেই গ্রেফতারকৃত দুই আসামী হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
পিবিআই সিরাজগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম ১৭ আগষ্ট দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের ১০ আগষ্ট সন্ধ্যায় কাদের, রিমন ও অজ্ঞাতনামা অপর দুই আসামী মনিরকে সাথে নিয়ে শাহজাদপুর পৌরসভার করতোয়া ব্রীজ সংলগ্ন নদীর ধারে গাঁজা সেবন করে। একপর্যায়ে আসামীরা মনিরের কাছে গাঁজার টাকা দাবি করে। মনির টাকা দিতে অস্বীকার করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ৪ বন্ধু মিলে মনিরকে উপর্যুপরি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। একপর্যায়ে মনিরের শরীর নিস্তেজ হয়ে পড়লে আসামীরা মনিরকে নৌকায় তোলে এবং করতোয়া নদীতে ফেলে দিয়ে পালিয়ে যায়। ঘটনার দুইদিন পর গত ১২ আগষ্ট থানা পুলিশ করতোয়া নদী থেকে মনির হোসেনের ভাসমান লাশ উদ্ধার করে।
এদিকে এ ঘটনায় মনির হোসেনের বাবা হারুন অর রশীদ বাদি হয়ে গত বছরের ২১ আগষ্ট ৪/৫ জন অজ্ঞাতনামাকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ হত্যার কোন ক্লু না পেয়ে মনির পানিতে ডুবে মারা গেছে মর্মে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পরে নিহত মনিরের বাবা ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করলে আদালতের বিচারক মামলাটি অধিকতর তদন্তের জন্য সিরাজগঞ্জ পিবিআই কে আদেশ দেন। অবশেষে পিবিআই বহুল আলোচিত মনির হোসেন মনি হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়। এদিকে পুলিশ ব্যর্থ হলেও পিবিআই হত্যা মামলার রহস্য উদঘাটন ও দুই আসামীকে গেফতার করায় নিহত মনিরের স্বজনরা তদন্তকারী সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অপরদিকে নিহতের বাবা দিনমজুর হারুন অর রশীদ অবিলম্বে সকল আসামীদের গ্রেফতার ও খুনীদের সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানান।