জয়নাল আবেদীন : জাতীয় পার্টির জনক সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের এর হাতকে শক্তিশালী করার লক্ষে বেশ কিছু নেতা-কর্মীদের সাথে নিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেছেন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৃতি সন্তান লাজ ফার্মা এরপরিচালক মোঃ রোহান চৌধুরী।
রোববার বিকেলে রংপুরে জাতীয় পার্টি সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,
রংপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক, মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র
আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।।
যোগদানকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির
সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব
হাজ্বী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, সহ-সভাপতি
মোঃ জাহেদুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভাপতি শাহিন হোসেন জাকির, জাতীয় ছাত্র সমাজ
রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার আহবায়ক মোঃ
আরিফুল ইসলাম আরিফ, ছাত্র নেতা ইঞ্জিনিয়ার মোঃ সুমন, মোঃ জেপলিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।