সোহেল রানা: ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের জনসভায় জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে কুমিল্লার চান্দিনা-বাগুর বাস স্টেশনে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবকলীগ।
সোমবার (২১ আগস্ট) দুপুর ১২টায় মহাসড়কে পৃথক পৃথক কর্মসূচী পালন করে কুমিল্লা উত্তর উত্তর স্বেচ্ছাসেবকলীগ, চান্দিনা উপজেলা ও পৌরশাখা এবং দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।
দুপুর ১২টায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে পৃথক পৃথক মানববন্ধন করে স্বেচ্ছাসেবক লীগ কুমিল্লা উত্তর জেলা, চান্দিনা ও দেবীদ্বার উপজেলার নেতা-কর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. লিটন সরকার।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফয়সল বারী মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক যাদব রায়, সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম অনিক, অর্থ বিষয়ক সম্পাদক শওকত হোসেন, চান্দিনা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, দেবিদ্বার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, চান্দিনা পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক আবু মুছা জনি প্রমুখ।