আরিফুর রহমানঃ ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ পরিবার ও সহকর্মীদের। মাদারীপুরের সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তারের চিকিৎসায় অবহেলার প্রতিবাদে ১৭ই সেপ্টেম্বর রবিবার মাদারীপুরের জেলা প্রশাসকের কার্যালয় সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারটি পরে তাঁদের সাথে মানববন্ধনে যুক্ত হয় জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীরা।
ভুক্তভোগী পরিবার ও সহকর্মীদের মানববন্ধনের লিখিত শারকলিপি সূত্রে জানা যায় গত ১৪ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল১০ টার দিকে ডিসি অফিসের তৃতীয় শ্রেণীর কর্মচারী সৈয়দ মেহেদী হাসান,অফিস চলাকালীন অবস্থায় হঠাৎ অসুস্থ হয় সামান্য মাথাব্যথা ও হাত পা শির শির করার কথা জানান মেহেদী, পড়ে মেহেদির সহকর্মীরা তৎক্ষণাৎ তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্য ডাক্তার মেহেদির স্বজনদেরকে দিয়ে তিনবার করে ওষুধ অনান তবে কোন ধরনের প্রাথমিক চিকিৎসা না দিয়ে তাকে পাঠিয়ে দেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এতে ডাক্তারের অবহেলা আছে বলে দাবি করছেন মেহেদদীর স্বজন ও সহকর্মীরা।
মানববন্ধনে মেহেদীর স্বজন ও সহকর্মীরা হাসপাতালে ঐদিন কর্তব্যরত ডাক্তারকে তদন্ত সাপেক্ষে বিচার দাবি জানান।