জয়নাল আবেদীন : রংপুর মহানগরীর মেট্রোপলিটন কোতয়ালী থানাধীন ২৭ নং ওয়ার্ডের পীরপুরে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা করেছে।
পুলিশ জানায় কোতয়ালী থানার ২৭ নং ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকার গোলাম মোস্তফা হীরার ২য় স্ত্রী তাহমিনা আক্তার তৃপ্তি (৩০)। বুধবার সকাল ১১ টার দিকে পীরপুরস্থ ভাড়া বাসায় গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সহিত গিট দিয়ে আত্মহত্যা করে। তবে এলাকাবাসী তার এই আত্মহত্যার বিষটিকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন ।
তবে তার স্বামী বলেছেন সকাল সাড়ে ৯টার দিকে আমি ব্যবসায়িক কাজে বাসা থেকে বের হয়ে যাই। পরে তৃপ্তির মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে না পেয়ে তার জন্য নাস্তা নিয়ে সাড়ে ১২টার দিকে
বাসায় এসে দেখি বাসার মূল গেট বন্ধ ও রুমের দরজা খোলা আছে। পরে (রায়হান) অন্যের সহযোগীতায় দরোজা খুলে রুমে দেখি তৃপ্তি ফ্যানের মধ্যে ঝুলে আছে। কি করবো বুঝতে না পেরে আশপাশের সকলের সহযোগীতা চাই ও প্রশাসনকে খবর দেই। তার সাথে আমার কোন ঝগড়া বিবাদ হয়নি। তার আগের স্বামীর (মাহবুবুর রহমান) সাথে কথা হয়েছে কিনা জানি না। তাদের আগের ঘরে দুটি বাচ্চা রয়েছে। আমাদের গত দুই মাস আগে বিয়ে হয়েছে আগে সেনপাড়ায় ছিলাম এখন কয়েকদিন আগে পীরপুরের এই বাসায় উঠেছি।মেট্রোপলিটন কোতয়ালী থানার তদন্ত কর্মকর্তা শাহ আলম বলেন, সংবাদ পেয়ে এসআই বিজন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। তথ্য নিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যপারে মেডিকেল রিপোর্ট ও তদন্ত না করে কোন কিছু বলা সম্ভব নয়।