ওসমান গনিঃ অসুস্থ বৃদ্ধকে হাসপাতাল থেকে বাড়ি নেওয়ার কথা বলে মহাসড়কের পাশে ফেলে রেখে যাওয়ার ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারকে ফোন করেন স্থানীয় সংবাদকর্মীরা। নিউজের মন্তব্যের জন্য গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারকে ফোন করার পর তিনি সংক্ষেপে উত্তর দিয়ে বলেন, ‘আমি এখনি যাচ্ছি। আগে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেই, তারপর বিস্তারিত বলব।’
রাত ১০টায় তিনি নিজে গাড়ি চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার গোবিন্দপুর স্টেশনে গিয়ে ওই বৃদ্ধের মুখ থেকে এবং স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত শুনেন। এমন অমানিক ঘটনা দেখে নিজের গাড়িতে ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন ইউএনও তাপস শীল।
রাত ১২টা ৪১ মিনিটে ‘অসুস্থ বৃদ্ধ বাবাকে রাস্তায় ফেলে গেল ছেলে!’ এই শিরোনামে কালের কণ্ঠ পত্রিকার অনলাইনে নিউজ প্রকাশের আগেই ওই বৃদ্ধকে নিয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির উপজেলা নির্বাহী অফিসার। ওই হাসপাতলেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সত্তরোর্ধ্ব ওই বৃদ্ধ।
ইউএনওর এমন মানবিক গুনকে সাদুবাদ জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা রাইহানা ইসলাম রুনা জানান, আমি কতদিন যাবৎ থানা প্রশাসন, উপজেলা সমাজ সেবা দপ্তর থেকে শুরু করে বিভিন্ন স্থানে ঘুরে এই লোকটির একটু ব্যবস্থা করানোর জন্য ছুটেছি, কেউ এগিয়ে আসেনি। পরবর্তীতে আমি স্থানীয় সাংবাদিকদের কাছে যাই। আর সাংবাদিকদের ফোনে ঘটনা শুনেই ইউএনও স্যারে যেভাবে এসে লোকটিকে নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেছেন তা অবিশ্বাস্য। তিনি এক মহানুভবতার পরিচয় দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, ইউএনও স্যার রাতে ওই বৃদ্ধকে এনে হাসপাতালে ভর্তি করানোর পর থেকে আমাদের চিকিৎসা ও সেবা চালিয়ে যাচ্ছি। ওই বৃদ্ধের বাম হাত ও বাম পা প্যারালাইসিস রোগে আক্রান্ত। বেশ কয়েকদিন অযত্ন অবহেলায় থাকায় এবং বাধ্যক্যজনিত কারণে কিছুটা মানসিক অস্থিরতা রয়েছে তার। আরো কোন সমস্যা আছে কি না তা পর্যবেক্ষণ করছি।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল জানান, কালের কণ্ঠ পত্রিকার চান্দিনা প্রতিনিধির মাধ্যমে আমি বিষয়টি শোনার সাথে সাথেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছি।
মহাসড়কের গোবিন্দপুর স্টেশনের আশরা রাস্তার মাথা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছি। ঘটনাটি অত্যন্ত অমানবিক। তাঁর নাম ও ঠিকানা যাচাই-বাছাই করে পরিবারের লোকজনদের খুঁজে বের করার চেষ্টা করছি। এছাড়া ঘটনাটি আগে জানলে আরো ভাল হতো। এভাবে লোকটিকে রাস্তায় পড়ে থাকতে হতো না।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার গোবিন্দপুর ফুটওভার ব্রীজের কাছে হুইল চেয়ারে বসা এক অসুস্থ বৃদ্ধকে দেখেন স্থানীয়রা। রোদ-বৃষ্টিতে টানা কয়েকদিন একই স্থানে তাকে দেখে খোঁজ নিতে শুরু করেন স্থানীয়রা। পরবর্তীতে জানতে পারেন গত ৫ অক্টোবর রাতে ওই বৃদ্ধের ছেলে হাসপাতাল থেকে বাড়ি নেওয়ার কথা বলে ওই ফুটওভার ব্রীজের পাশে রেখে গেছেন। তারপর থেকে ছেলে এসে নিয়ে যাওয়ার অপেক্ষায় অসুস্থ ওই বৃদ্ধ।