পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশন এলাকায় একটি বোমা সদৃশ্য বস্তু ফেলে গেছে দুর্বৃত্তরা। গত রাতে বস্তুটি দেখার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে রেলওয়ে পুলিশ। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হারুনুজ্জামান রুমেল জানান, ঈশ্বরদী জংশন স্টেশনের ইয়ার্ডে দুই নাম্বার প্লাটফর্মে দাঁড় করিয়ে রাখা নতুন কোচের নিচে লাল টেপ পেচানো একটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পায় স্থানীয়রা। গত রাত দশটার দিকে বিষয়টি জানার পর ঘটনাস্থল রেলওয়ে পুলিশ সদস্যরা ঘিরে রেখেছে।
বস্তটি পরীক্ষার জন্য রাজশাহী র্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হারুনুজ্জামান রুমেল। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।