ওসমান গনিঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেছেন- জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই একজন সমাজ বিজ্ঞানী। দেশের উন্নয়নে সমাজিক অবকাঠামোর পরিবর্তন জরুরী মনে করে শুরুতেই শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নে ২ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে দুইটি সড়ক উদ্বোধন অনুষ্ঠানে শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন- জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ১৫ বছরের ক্ষমতায় দেশের ব্যাপক পরিবর্তন ঘটিয়েছেন। বিদেশি সহায়তা ছাড়া যেখানে পদ্মা সেতু হওয়ার কথা নয়, সেখানে তিনি নিজ উদ্যোগে দেশের টাকায় স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করেছেন। বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, এলিভিটেডে এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্টের আধুনিক তৃতীয় টার্মিনাল সহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করে দেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করেছেন।
স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক প্রাণ গোপাল দত্ত আরও বলেন- উন্নত জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রতিটি মানুষকে মাদক, চাঁদাবাজি, মামলা-হামলা থেকে দূরে থাকতে হবে। শিক্ষার্থীরা মা-বাবাকে সর্বোচ্চ সম্মান দিয়ে মানুষ হতে হবে।
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এসময় তিনি সকলের কাছে আবারও নৌকায় ভোট প্রার্থনা করেন।
অনুষ্ঠানে সুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, সুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক ও সুহিলপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন সরকার, আওয়ামী লীগ নেতা রফিউদ্দিন, উপজেলা কৃষকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, শালিখা মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা হাবিব প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ উপদেষ্টা ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ।