কলাপাড়া প্রতিনিধি ঃ পটুয়াখালীর কলাপাড়ায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ফখরুল ইসলাম নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে শেখ কামাল সেতুর উপরে মাঝ পয়েন্টে এ ঘটনা ঘটে। পরে পথচারিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফখরুল সুনামগঞ্জ জেলার ছাতক থানার আকিপুর গ্রামের আজির উদ্দিনের ছেলে।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, নিহতের পকেট থেকে জাতীয় পরিচয় পাওয়া গেছে। তবে তিনি সেতুতে কিভাবে দুর্ঘটনায় পতিত হলেন তা জানা যায়নি। মরদেহ মর্গে প্রেরণ করা হবে।