শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeসারাবাংলাশাহজাদপুরে নৌকার কান্ডারী চয়ন ইসলামকে রাজকীয় সংবর্ধনা 

শাহজাদপুরে নৌকার কান্ডারী চয়ন ইসলামকে রাজকীয় সংবর্ধনা 

বিমল কুন্ডুঃ  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ – ৬, (শাহজাদপুর)  আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার কান্ডারী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি সাবেক এমপি চয়ন ইসলামকে শাহজাদপুরে  আগমন উপলক্ষে রাজকীয় সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে  ঢাকা থেকে শাহজাদপুর আসার পথে সিরাজগঞ্জ রোডে এসে পৌছালে হাজার হাজার নেতা- কর্মী প্রিয় নেতা চয়ন ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান। পরে সহস্রাধিক মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে তিনি শাহজাদপুর পৌরএলাকার দলীয় কার্যালয়ে আসেন।
এদিকে দলীয় কার্যালয়ে আসার পথে বগুড়া- নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার মহেশপুর, গাড়াদহ, তালগাছি, আবু ইসহাক উচ্চ বিদ্যালয়, করতোয়া কলেজ, মশিপুর, টেটিয়ারকান্দা ও বিসিক বাসস্ট্যান্ডে জননেতা চয়ন ইসলামকে হাজারো নেতা, কর্মী, সমর্থক, স্কুল -কলেজের শিক্ষক -শিক্ষার্থী তাকে স্বাগত জানিয়ে ফুলেল  শুভেচ্ছা ও স্বাগত জানান। বিকেল ৫ টার দিকে দলীয় কার্যালয়ে এলে নেতা কর্মীদের মূহু মূহু জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চয়ন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম স্লোগানে দলীয় কার্যালয়  চত্বর মুখোরিত হয়ে উঠে।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামী লীগ,  সেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠন, ইউপি চেয়ারম্যানগন, এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ নৌকার কান্ডারী চয়ন ইসলামকে পুষ্পস্তবক দিয়ে বরন করে নেন।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু, সহ সভাপতি আব্দুল জব্বার,  আব্দুল কাদের, ভিপি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, হুমায়ুন কবির টিপু, আব্দুল আউয়াল, রাজীব শেখ, যুবলীগ নেতা কামরুল ইসলাম হীরক, সেচ্ছাসেবক লীগ সভাপতি মারুফ হোসেন সুনাম সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ   উপস্থিত ছিলেন।
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments