জয়নাল আবেদীনঃ রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হওয়ায় সদর উপজেলা জাতীয় পার্টির সৌজন্য স্বাক্ষাত ও ফুলের শুভেচ্ছা প্রদান করেছে।
জাতীয় পার্টি রংপুর জেলার আহবায়ক, রংপুর মহানগর কমিটির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হওয়ায় মঙ্গলবার রংপুর সিটি কর্পোরেশনে সৌজন্য স্বাক্ষাত করেন জাতীয় পার্টি রংপুর সদর উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক মোঃ মাসুদ নবী মুন্না, সদস্য সচিব ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ মাসুদার রহমান মিলন, যূগ্ম আহবায়ক মোঃ রুহুল আমীন লিটন, মমিনপুর ইউনিয়ন জাপার সদস্য সচিব রুবেল ইসলাম রনি, সাবেক সভাপতি আব্দুর রহমান প্রামানিক, যূগ্ম আহবায়ক তারাজুল ইসলাম, হরিদেবপুর ইউনিয়ন জাপার সভাপতি সুরুজ্জামান, সাধারণ সম্পাদক মফিজুল হক মফি, খলেয়া ইউনিয়ন জাপার সভাপতি মোঃ আলকাছ আলী, সাধারণ সম্পাদক মোঃ সফিয়ার মেম্বার, যূগ্ম সাধারণ সম্পাদক মাহাফিজুল ইসলাম লাবলু, চন্দপাট ইউনিয়ন জাপার সভাপতি হাফিজার রহমান, সাধারণ সম্পাদক জসিম প্রামানিক, সদ্যপুস্করীনি জাপার সাধারণ সম্পাদক চাঁন মিয়া, জাতীয় ছাত্র সমাজ রংপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক কবীর হাসান, সদর উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব দীপ চরণ চন্দ্র সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য স্বাক্ষাতকালে নেতৃবৃন্দ জাতীয় পার্টির নব্য কো-চেয়ারম্যান মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে নেতৃবৃন্দ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিতে মূখ্য ভূমিকা পালনের জন্য নব্য কো-চেয়ারম্যান মোস্তফার প্রতি বিশেষ ভাবে আহবান জানান।