সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeসারাবাংলারংপুরের গঙ্গাচড়া উপজেলার নিভৃতপল্লীতে র‌্যাবের কম্বল বিতরণ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার নিভৃতপল্লীতে র‌্যাবের কম্বল বিতরণ

জয়নাল আবেদীন: রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের নিভৃতপল্লী আরাজি জয়দেব আশ্রায়ন প্রকল্প এলাকায় বসবাসকারী ২শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল এবং খাবার বিতরণ করেছে র‌্যাব ১৩। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো: হাবিবুর রহমান ।

এসময় উপস্থিত ছিলেন র‌্যাব ১৩ প্রধান কমান্ডার আরাফাত ইসলাম, গংগাচড়া উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহীদ তামান্না মর্ণেয়া ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান এবং ইউপি সদস্য আয়েশা সিদ্দিকা শাবানা । কম্বল বিতরণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন র‌্যাব হচ্ছে দেশের এলিট ফোর্স । এই ফোর্সের সদস্যরা তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের পর বাড়তি দায়িত্ব পালন করে থাকে । যার অংশ হিসাবে এই নিভৃত অঞ্চলে কম্বল বিতরণ ।

র‌্যাব ১৩ কমান্ডার বলেন প্রতিবছর র‌্যাব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে আসছে । রংপুর বিভাগের প্রতিটি জেলায় এবছর র‌্যাব কম্বল বিতরণ শুরু করেছে । যার যাত্রা রংপুর দিয়ে শুরু হলো ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments