শুক্রবার, মে ১৭, ২০২৪
Homeসারাবাংলাসর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১০.৬ ডিগ্রি সেলসিয়াস

সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১০.৬ ডিগ্রি সেলসিয়াস

বাংলাদেশ প্রতিবেদক: দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আদ্রতা ছিল ৯২ শতাংশ। শুক্রবার সকাল সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সর্বনিম্ন তাপমাত্রা ১০-১২ ডিগ্রির মধ্য উঠা নামা করছে। আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, ঠাণ্ডা বাতাসের কারণে তাপমাত্রা কমতে শুরু করেছে। কিছু দিনের মধ্যে শৈত্য প্রবাহ শুরু হতে পারে।

শীতে খেটে খাওয়া ও দিন মজুরদের বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সকালে প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হয়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments