কেশবপুর প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে সাংবাদিককে হত্যার হুমকীদানকারী সেই আওয়ামীলীগ নেতা টিটোর বিরুদ্ধে স্বারকলিপির পর এবার থানায় জিডি করা হয়েছে।
সোমবার(২৫ ডিসেম্বর-২৩) সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ নিজে বাদী হয়ে তার বিরুদ্ধে এই জিডি করেন। যার জিডি নং-১১৫২। জিডি সূত্রে জানা গেছে,আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নৌকার প্রার্থী শাহিন চাকলাদারের হলফনামা ও তার নেতা-কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী আচারনবিধি লংঘনসহ বিভিন্নভাবে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-ভোটারদের হুমকী-ধামকী দেওয়ার বস্তুনিষ্ঠ সংবাদ বিভিন্ন জাতীয়-আঞ্চলিক পত্রিকায় একের পর এক ফলাওভাবে প্রকাশিত হওয়ায় তেলে বেগুনে জ্জলে ওঠে চাকলাদারের ডান হাত বলে পরিচিত কেশবপুর পৌরসভার মেয়রের ভাগ্নে আলমগীর সিদ্দিকী টিটো।সে কেশবপুর পৌর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।
সংবাদ প্রকাশের পর থেকে টিটো ও তার পোষ্য বাহিনীরা কেশবপুরে কর্মরত সাংবাদকিদের টার্গেট করে পরিকল্পিত হামলা ও প্রাননাশের ছক নিয়ে মাঠে নামে। এই ঘটনার জের ধরে গত ২২ ডিসেম্বর-২৩ কেশবপুর শহরের গাজীর মোড়ে সাংবাদিকদের উদ্দেশ্য করে টিটো প্রকাশ্যে বলতে থাকে এরপরও যদি কোন সাংবাদিক শাহিন চাকলাদারের বিরুদ্ধে কোন সংবাদ প্রকাশ করে তাহলে তার পরিনাম ভাল হবে না বলে শাষাতে থাকে। পেশাগত দায়িত্বপালন শেষে কেশবপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক দৈনিক কালবেলা ও দৈনিক কল্যানের কেশবপুর প্রতিনিধি সাংবাদিক আব্দুলাহ আল ফুয়াদ বাড়ীতে যাওয়ার সময় পথ গতিরোধ করে টিটোসহ অজ্ঞাতনামা আরো ২/৩ লোক ক্ষীপ্ত হয়ে তাকে প্রকাশ্যে খুন জখমের হুমকী প্রদান করে। এমনকি পরবর্তিতে নৌকার প্রার্থীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে তার লাশ গুম করে ফেলা হবে বলে হুমকী দেয়।
এই ঘটনার পর জীবনের নিরাপত্তার কথা ভেবে সাংবাদিক ফুয়াদ সোমবার ঐ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংশ্লীষ্ট থানায় এই জিডি করেন। উল্লেখ্য, এই ঘটনার পর গত ২৪ ডিসেম্বর-২৩ কেশবপুরের কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা প্রদানে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়। এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন,সাংবাদিককে হুমকীর ঘটনায় থানায় জিডি হয়েছে, দ্রুত তদন্ত করে অভিযুক্তকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্যা গ্রহন করা হবে।