শনিবার, মে ১৮, ২০২৪
Homeসারাবাংলাআজ চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২৮তম মৃত্যুবার্ষিকী

আজ চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২৮তম মৃত্যুবার্ষিকী

জয়নাল আবেদীনঃ আজ ২৯ ডিসেম্বর। একুশে পদকপ্রাপ্ত, দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব,চারণসাংবাদিক মোনাজাতউদ্দিন’ এর ২৮তম মৃত্যুবার্ষিকী।

রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তানদী বেষ্টিত মর্ণেয়া ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবাওে জন্মগ্রহণ করেন। রংপুরের নিভৃতপল্লীতে জন্মগ্রহণকারী এই ক্ষণজন্মা সাংবাদিক, তাঁর সমগ্র কর্মজীবন তিন দশকেরও বেশি উত্তরাঞ্চলসহ সারাদেশের পথে-প্রান্তরে ঘুরে ঘুরে মানুষের জন্য সংবাদ সংগ্রহ করেছেন।

মৃত্যুকালে তিনি ছিলেন দৈনিক জনকণ্ঠের উত্তরাঞ্চলীয় প্রতিনিধি। পত্রিকার জন্য সরেজমিন প্রতিবেদনের তথ্য সংগ্রহকালে ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর যমুনা নদীর কালাসোনা চর নামক এলাকায় কর্মরত অবস্থায় নদীতে পড়ে তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর কর্মজীবনের বেশিরভাগ সময় কেটেছে দৈনিক সংবাদ’-এর উত্তরাঞ্চলীয় প্রতিনিধি হিসেবে (প্রায় দেড় যুগ)। গণমানুষের সাংবাদিক হিসেবে তিনি একুশে পদক (মরণোত্তর, ১৯৯৭) ছাড়াও, ফিলিপ্স পুরস্কার’, জহুর হোসেন স্মৃতি স্বর্ণপদক’অশোকা ফেলোশীপ’, পদ্মার ঢেউ’ ইত্যাদি সম্মানজনক পুরস্কারে ভ‚ষিত হয়েছিলেন।

মোনাজাতউদ্দিনের পরিবারের পক্ষ থেকে ২৯ ডিসেম্বর কবর জিয়ারত, বিশেষ দোয়া মাহফিল ও এতিম শিশুদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, তাঁর পরিবারের সদস্যদের মধ্যে আছেন স্ত্রী নাসিমা মোনাজাত ও দুই মেয়ে ডা. চৈতি ও ডা. সিঁথি। উল্লেখ্য, রংপুরের সাবেক বিভাগীয় কমিশনার বর্তমানে ঢাকার বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলামের প্রস্তাবে, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার উদ্যোগে রংপুরে ধাপ লালকুঠি এলাকায় চারণসাংবাদিক মোনাজাতউদ্দিন যেখানে থাকতেন, তার পাশের রাস্তাটিকে লালকুঠি মোড় – ধাপ ৮তলা মসজিদ মোড় “চারণসাংবাদিক মোনাজাতউদ্দিন সরণি” এবং লালকুঠি মোড়টিকে চারণসাংবাদিক মোনাজাতউদ্দিন চত্বর হিসেবে নির্মাণ ও ঘোষণার কাজ বর্তমানে প্রক্রিয়াধীন। রংপুরসহ সারাদেশের সংশ্লিষ্টজনরা এই কাজের বাস্তবায়ন ও উদ্বোধনের অপেক্ষায় আছেন।

এদিকে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার বাদ এশা মোনাজাতউদ্দিন স্মৃতিচারণ এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments