রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাঅপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীঃ  ডিআইজি বাতেন

অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীঃ  ডিআইজি বাতেন

জয়নাল আবেদীনঃ রংপুর বিভাগের ৩৩টি আসনে ৪ হাজার ৬শ ৬৮টি ভোট কেন্দ্রে নির্বাচনে বিশৃঙ্খলা, সহিংসতা ও প্রতিবন্ধকতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে রংপুর রেঞ্জ পুলিশের পর্যাপ্ত প্রস্তুতি ও মনোবল রয়েছে বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।

তিনি বলেন, ভোটের দিন ভোটকেন্দ্রসহ বাহিরে পুলিশের ৩ স্তরের নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে রংপুর পুলিশ লাইন্স মাঠে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে রংপুর জেলার পুলিশ সুপার ৮ উপজেলার পুলিশ সদস্যদের আইন শৃঙ্খলা এবং নির্বাচনের সার্বিক নির্দেশনা প্রদান করেন ।

রংপুর রেঞ্জের পুলিশ প্রধান বলেন, রংপুর বিভাগে যেসব চরের ভোটকেন্দ্র, প্রার্থীরা প্রভাব বিস্তার করতে পারে এমন ভোটকেন্দ্র কিংবা যেসব কেন্দ্রে যোগাযোগ ব্যবস্থা ভাল নয়, এমন ভোটকেন্দ্রকে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। এসময় তিনি বলেন রংপুর জেলায় ৬৫৯টি কেন্দ্রের মধ্যে ৩১৯টি কেন্দ্র গুরুত্বপূর্ণ এসব কেন্দ্রে নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ফোর্স মোতায়েন থাকবে। কত সংখ্যক ফোর্স থাকবে তা এখন বলছি না, কারণ এটি আমাদের পরিকল্পনার অংশ। এছাড়া মোবাইল টিম, রিজার্ভ ফোর্স এসব কেন্দ্রের কাছাকাছি অবস্থা করবে এবং যে কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরী হলে তারা পরিস্থিতি সামাল দিতে কাজ করবে। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রংপুর বিভাগে কোন অপ্রীতিকর ঘটনা ঘটনার মত আশংঙ্কা নেই। এর পরও আমরা প্রস্তুত রয়েছি।

২০১৮ সালের নির্বাচনে রংপুওে যে ধরনের বিশৃঙ্খলা হয়েছিল এমন পরিস্থিতি ২০২৪ সালে হবে না। আমি ভোটারদের আশ্বস্ত করতে চাই, আপনার ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন। ভোট কেন্দ্রে বহিরাগত কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে প্রিজাইডিং অফিসারকে পুলিশ বাহিনীর সদস্যরা অবহিত করবে। প্রয়োজনে ওই কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হবে। আমরা চাই একটি শান্তিপূর্ণ, বিশৃঙ্খলামুক্ত নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করতে। ভোট কেন্দ্রে প্রানহানীর মত কোন ঘটনা যাতে না ঘটে সেজন্য তার বাহিনী প্রস্তুত রয়েছে । তবে পুলিশ সদস্যদের গায়ে কেউ হাত দিলে সেক্ষেত্রে অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি ।

এসময় আইন শৃঙ্খলা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি রংপুর জেলা পুলিশ সুপার প্রেকৌশলী ফেরদৌস আলী চৌধুরী , অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান শরীফসহ জেলার ৮থানার পুলিশ কর্মকর্তাগণ । অনুষ্ঠানে রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন পুলিশ সদস্যদের করনীয়সহ নানা দিক-নির্দেশনা প্রদান করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments