মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা যুব একতা পরিষদের উদ্যোগে ১৯ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টায় সদর উপ জেলা আওয়াামী লীগের কার্যালয়ের সামনে প্রায় পাঁচ শতাধিক অসহায় হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাজাহান খান এমপি, সভাপতি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর চেম্বার্স অফ কমার্স এর সভাপতি জনাব হাফিজুর রহমান যাচ্চু খান, আসিবুর রহমান খান, সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি , অনুষ্ঠানে সভাপতি করেন মাদারীপুর যুব একতা পরিষদের সভাপতি মীর শাহীন, অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান , এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন কর্মীরা