আব্দুল লতিফ তলুকদারঃ জন্ম গ্রহণ করলে মৃত্যু হবেই। তবে অপ্রত্যাশিত ও অকাল মৃত্যু কেউই কামনা করে না। টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী গ্রামে ১০ ঘন্টার ব্যবধানে এমন মৃত্যু হয়েছে চাচা ভাতিজার।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৯ টার সময় চাচা হাজী আবুল হোসেন (৮০) এর ভাতিজা হারুন খন্দকার তার ফেসবুক ওয়াল থেকে মৃত্যুর সংবাদ স্ট্যাটাস দেন। বাদ যোহর চাচার জানাযা শেষে গোবিন্দাসী কেন্দ্রিয় কবর স্থানে দাফন করা হয়। রাত ৮ টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান হারুন। পরে আস পাশের প্রতিবেশিরা উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হারুন (৫০) গোবিন্দাসী গ্রামের হাজী আব্দুর রহমানের ছেলে। তিনি স্ত্রী ও এক মেয়ে সন্তান রেখে যান। তিনি গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক ছিলেন। এক দিনে চাচা ভাতিজার মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম বইছে। শনিবার সকাল ১১ টায় জানাযা শেষে গোবিন্দাসী কেন্দ্রির কবরস্থানে তাকে দাফন করা হয়।
হারুন খন্দকারের বড় ভাই হাকিম খন্দকার জানান, বার্ধক্য জনিত কারনে সকালে চাচার মৃত্যু হয়। রাত ৯ টায় ছোট ভাই হারুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
হারুন খন্দকার ও চাচা আবুল হোসেন এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও
গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার। তিনি জানান, হারুন আমার খুব কাছের বন্ধু ছিল। সে ইউনিয়ন আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।