কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে গত ২৪ শে জানুয়ারি বুধবার কনকনে শীতের গভীর রাতে মানুষ যখন লেপ তোষক নিয়ে ঘর বন্ধ করে নিদ্রায় আচ্ছন্ন, তখন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান সরকারি কম্বল নিয়ে আচমিতা, চারিপারা বাগে জান্নাত মাদ্রাসা ও এতিমখানা এবং মুমুরদিয়া ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে ত্রান কর্তা সেজে হাজির হন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলিম।
দুইদিন ধরে সূর্যের দেখা নেই কিশোরগঞ্জের কটিয়াদীতে । সেই সাথে মৃদু সত্য প্রবাহ ও হিমেল ঠান্ডা বাতাসে শীতের প্রাদুর্ভাব বেড়েছে কয়েকগুণ। মাঘের হার কাপানোর শীতে দিশেহারা গরিব সাধারণ মানুষ। এই অবস্থায় অসহায় দরিদ্র এতিমদের হার কাঁপানো শীতে রাতের আধারে গাড়িতে সরকারি কম্বল নিয়ে ছুটেছেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।
এই শীতের রাতে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান কে গরিবদের দুয়ারে কম্বল নিয়ে হাজির হতে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন মাদ্রাসা ও এতিমখানার শিশু শিক্ষার্থীরা।
আচমিতা চারিপাড়া বাগেজান্নাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি আবু হানিফা বলেন, আমরা খুব কষ্ট করে এই প্রতিষ্ঠানটি চালাই, এবছর শীত বেশি হওয়ায় শিশুরা খুব কষ্ট করে রাত্রি যাপন করছিল। শীতের মধ্যে কম্বল পাওয়া এতিম শিশুদের কষ্ট অনেকটা লাঘব হবে। এ সময় কম্বল পেয়ে এতিম খানার শিশুদের খুবই হাসি খুশি দেখা যাচ্ছিল। এবং মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির লোকজন নির্বাহী অফিসার কে ধন্যবাদ জ্ঞাপন করেন।