জয়পুরহাট প্রতিনিধিঃ চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে জয়পুরহাটে চালকল মালিক ও ব্যাবসায়ীদের নিয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য সওদাগর মোস্তাফিজুর রহমান। শুক্রবার দুপুরে জয়পুরহাট সার্কিট হাউজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চালকল মালিক ও ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা দেন প্রতিযোগিতা কমিশনের সদস্য।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিযোগিতা কমিশনের সদস্য সওদাগর মোস্তাফিজুর রহমান বলেন,অবৈধ মজুতের মাধ্যমে কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। দেশে চালের কোনো ঘাটতি নেই। তারপরও যদি বাজার নিয়ন্ত্রণে না আসে তাহলে আমরা বিদেশ থেকে চাল আমদানির অনুমতি দিয়ে দিব। তখন এমনিতেই দাম কমে যাবে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন,কালাই উপজেলা আবুল হায়াত,জেলা চাল কল মালিক সমিতি সাধারণ সম্পাদক আমিনুল বারী উপস্থিত ছিলেন।