সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeসারাবাংলাকটিয়াদীতে ফুলকপি বাঁধাকপি আবাদে লাভবান চাষিরা

কটিয়াদীতে ফুলকপি বাঁধাকপি আবাদে লাভবান চাষিরা

রতন ঘোষ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চাষিরা শীত ও গরম কালে ফুলকপি আর বাঁধাকপি চাষ করে নায্য দাম পেয়ে লাভবান হচ্ছেন। শীতকালের এই সবজির দাম তুলনামূলক বেশি পাওয়ায় কৃষকরা বেশি লাভ করছেন। পাইকাররা মাঠ থেকে এ কপি নিয়ে যাচ্ছেন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।

উপজেলার ফেকামারা গ্রামের চাষি ফরিদ মিয়া জানান, মাত্র ৩৩ শতক জমিতে ফুলকপি চাষ করেছেন। ইতোমধ্যে জমির অর্ধেক ফুলকপি ৫০ হাজার টাকায় বিক্রি করেছেন। জমি থেকে পাইকাররা ৩০/৪০ টাকা পিছ দরে কিনে নিয়ে যাচ্ছেন। মসূয়া গ্রামের আরেক চাষি গোলাম মোস্তফার সাথে কথা হলে তিনি জানান, একই এলাকায় ৬৬ শতক জমি অন্যের কাছ থেকে তিন বছর আগে দুই লাখ টাকায় বন্ধক নিয়ে ফুলকপির চাষাবাদ করে আসছেন। ফুলকপির জমিতে সাথী ফসল হিসেবে মরিচ চাষ করায় বাড়তি কোনো খরচ লাগেনি। মরিচ, ফুলকপি বাদে অন্য জমিতে টমেটোর চাষও করেছেন। এ বছর টমেটোও লাখ টাকার বেশি বিক্রি করেছেন। তিনি আরো জানান, তার জমিতে শীত ও গ্রীষ্মকালীন একেকটি ফুলকপি ৭০০ গ্রাম থেকে ১০০০ গ্রাম ওজন হয়েছে।

স্থানীয়রা জানান, এমন ফসল উৎপাদনকারী চাষির সংখ্যা দিনে দিনে বাড়ছে। জালালপুর গ্রামের ফুলকপি চাষি সাইদুর রহমান বলেন, বাজার থেকে ফুলকপির বীজ কিনে বপন করে চারা তৈরি করা হয়। চারা বেড়ে ওঠার একটা নির্দিষ্ট সময়ের পর জমি প্রস্তুত করে ৫০ শতক জমিতে ওই চারা রোপণ করি। গত বছর প্রথমবার গ্রীষ্মকালে ফুলকপি চাষ করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এর পর এবার শীতকালে ফুলকপি চাষ করে বাজারে বিক্রি করে নায্য দাম পাওয়ায় লাভবান হয়েছি। আমার চাষাবাদ দেখে এলাকার মানুষ অনুপ্রাণিত হচ্ছেন। কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম জানান, চাষিরা এখন নিজেরাই আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছেন। কৃষি বিভাগ এ ক্ষেত্রে পরামর্শ ও সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। কৃষি বিভাগ চেষ্টা করছে যেন চাষিরা ফুলকপি, বাঁধাকপিসহ অন্যান্য সবজি আবাদ করে লাভবান হতে পারেন। এ দিকে এলাকার মানুষের সবজির চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানের পাইকারদের কাছে বিক্রি করে চাষিরা অনেক লাভবান হচ্ছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments