বাংলাদেশ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে তালা দেয়াকে কেন্দ্র করে মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য পদ থেকে সাব্বির আহম্মদ সাগর কে অব্যহতি প্রদান করা হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ১৭ ফেব্রুয়ারী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে তালা দেয়ায় এবং বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশ হওয়ার প্রেক্ষিতে গতকাল বিকেলে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অব্যহতির সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উল্লেখ্য ওয়ার্ড কমিটিতে নিজের পছন্দের লোককে স্থান না দেয়ায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এই ঘোষণার পর ১৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সাগরের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অন্যদিকে দীর্ঘদিনের চাচা-ভাতিজির (আইভী-আনোয়ার) সম্পর্কে ফাটল ধরেছে। দুই ধারায় বিভক্ত হয়ে পড়েছে নগরীর দক্ষিণপাড়ার আওয়ামী লীগ।
গত শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে পদবঞ্চিত নেতাকর্মীদের এক বৈঠকে মেয়র আইভী ওই ঘোষণা দেন। বৈঠকে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, উপ-দপ্তর সম্পাদক সানোয়ার তালুকদারসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।