শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলামাদারীপুরে বাজার মানিটরিং করেও কমেনি গরুর মাংসের দাম

মাদারীপুরে বাজার মানিটরিং করেও কমেনি গরুর মাংসের দাম

আরিফুর রহমান: গরুর গোস্তের যেই দাম, হেই দামতো আমাগো কেনা সম্ভব না। ৭শ/৮শ টাকা কেজি। কোরবানীর সময় খাইছি, আল্লায় খাওয়াইছে তারপর আমরা কিন্না খাইতে পারি নাই। ক্ষোভ ও দুঃখ নিয়ে এ কথাগুলো বলেছেন মাদারপুরের রিক্সা চালক জসিম শেখ। শুধু জসিম শেখই নয় এমন হাজার হাজার মানুষ আছে যাদের খাবার তালিকা থেকে বাদ পড়েছে গরুর মাংস।

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় গরুর মাংসের দাম কিছুটা কমলেও প্রভাব পড়েনি মাদারীপুর জেলায়। প্রতি কেজি ৭শত টাকা দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। এতে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো ভুলে গেছে গরুর মাংসের স্বাদ, মধ্যবিত্তরাও ভুলতে বসেছে। যারা মাসে অন্তত ৮/১০ দিন গরুর মাংস খেত তারা কেউ মাসে ১ বা ২ দিন মাংস কিনছে। সম্প্রতি ঢাকাসহ বিভিন্ন জেলায় গরুর মাংসের দাম কমায় মধ্যম আয়ের মানুষগুলো মাসে ৪/৫ দিন হলেও গরুর মাংসের স্বাদ নিতে পারবে বলে আশা করেছিল। কিন্তু মাদারীপুর মাংস ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরত্বে সে আশাও শেষ হয়ে গেছে। সরকার গরুর মাংসের প্রতি কেজি ৬৬৫ টাকা বিক্রয় মূল্য নির্ধারণ করলেও তা মানছেনা জেলার কোন মাংস ব্যবসায়ী। তাই মাদারীপুরবাসীর নাগালের বাইরেই রয়ে গেছে গরুর মাংসের দাম। জেলার সব দোকানেই গরুর মাংস বিক্রি হচ্ছে ৭শত টাকা কেজি দরে। মাংস ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসন আলোচনা করেও নাগালের মাধ্যে আনতে পারেনি গরুর মাংসের দাম। গো-খাদ্যের দাম বেশী হওয়ায় গরুর দাম বেশী তাই গরুর মাংসের দাম বেশী বলে দাবি মাংস বিক্রেতাদের। জেলার মাংস ব্যবসায়ী মিলন খা’র দাবি যারা কম দামে বিক্রি করে তারা গরুর চার্বি, পা, ফ্যাপসাসহ সবকিছু মিক্সার করে বিক্রি করে। এভাবে মাদারীপুরে গরুর মাংস বিক্রি করা যায় না। গরুর মাংসের দাম খুব শীগ্রই ৮শত টাকা হবে বলে দাবি মিলন খা’র।

গরুর মাংসের দাম না কমায় প্রশ্ন উঠেছে ভোক্তা অধিকার বা জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে। মাংস ব্যবসায়ীদের শক্তিশালী সিন্ডিকেট এবং সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষের ব্যর্থতাকে দায়ী করছেন অনেকেই। মাদারীপুর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, গরুর মাংস ৬৬৫ টাকা বিক্রি করার জন্য মাদারীপুরের মাংস ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়েছে।আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি ও অভিযান পরিচালনা করেছি কিন্তু কোন কাজ হচ্ছে না, ব্যবসায়ীরা বলছেন বেশি দামে গরুকেনার কারণে মাংসের দাম বেশি বিক্রি হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা আগামীতে মাংস ব্যবসায়ীদের সাথে ও বাজার কমিটির সাথে বসে মাংস ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিভাবে কমিয়ে আনা যায় সেবিষয় কথা বলব।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments